১নং ওয়ার্ডের সাবেক কমিশনার আর নেই
বিশেষ প্রতিনিধিঃ চাটখিল পৌরসভার সাবেক কমিশনার আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ ঘটিকায় মৃত্যু বরন করেন (ইন্নাল্লীল…..রাজিউন)। মরহুম আবুলকালাম আজাদ ১৯৯৮ সালে চাটখিল পৌরসভা প্রথম নির্বাচনে অংশ গ্রহন করে প্রথম কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি পৌরসভা ১নং ওর্য়াড উন্নয়নে নিজের প্রচেষ্টায় গ্রাম্য উন্নায়ন, শিক্ষার প্রসার, সামাজিক উন্নায়ন সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্যা আত্নী স্বজন রেখে জান। ফতেপুর ১নং ওয়ার্ডের আবুল কালাম আজাদ সাবেক কামিশনারের বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে বিদেশে দীর্ঘ কমজীবন অতিবাহিত করেন। বাদ ঈশা তার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরে দাপন করা হবে।